Sunday, May 16, 2010

উনিশের সংসদ

উনিশের সংসদের ভিডিও রেকর্ডিং এবং অন্যান্য বৃত্তান্ত অতি সত্বর এই ব্লগের মাধ্যমে আমরা অন্তর্জাল ভূবনের বাসিন্দাদের নিকট পৌঁছে দেব।

3 comments:

  1. স্বাগতম। নেটে বাংলাকে জনপ্রিয় করবার আহবান রইল!

    ReplyDelete
  2. ধন্যবাদ আপনাকে। উনিশের সংসদের এই সামান্য দুটি অংশ নেটে প্রকাশ করা হলো। আপনার পরিচিত নেট-সভ্য, ব্লগলেখক এবং বন্ধু বান্ধবদের এই ব্লগটি দেখতে বলুন। আমাদের কাজে আরও সাহায্য হবে। যেহেতু আমাদের পক্ষে সমগ্র অনুষ্ঠানের রেকর্ডিং নেটে দেওয়া সম্ভব হবে না সেহেতু আমরা আগামীতে এই সংসদের কার্যকান্ডকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবার অন্য মাধ্যম খুঁজতে চেষ্টা করছি। আপনাদের সাহচর্য কাম্য। আবারও ধন্যবাদ জানাই।

    ReplyDelete
  3. চেতন,
    'তোদের' এই অসাধারণ অভিযান সফল হোক, সফল হোক আমাদের আত্মমর্যাদা আর অস্ত্তিত্য কে সম্মানিত করার লড়াই...
    আধিপত্যবাদের সমর্থকেরা বুঝে নিক,- এখনো আমরা আমাদের চামড়া বিক্রী করি নি...
    আমাদের 'আগামীকাল' উজ্জল হোক, ঐক্য আর প্রত্যয়ে.
    রাজীব কর

    ReplyDelete